মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৬:১৬

রাজধানীর মহাখালীতে আগুন

রাজধানীর মহাখালীতে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ ঢাকার মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “দুপুর দেড়টার দিকে সাতজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন।” এদিকে জরুরি বিভাগের একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, “সাতজন এসেছেন। তাদের অবস্থা ভালো না। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।”

গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী বলেন, “আমাদের তেল রাখার খালি ট্যাংক পরিষ্কার করতে তিন জন এসেছিল। একটার দিকে ওই কাজ করার সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে আগুন লাগে। তাতে ওই তিন জন, আমাদের স্টাফ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। কাজ করার সময় কোনোভাবে আগুন ধরে গেছে হয়ত।” বর্তমানে ওই পাম্পের একটি অংশে তেল বিক্রি করা বন্ধ আছে। কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে