আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত নবম পুনর্মির্লনী আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড.ফারজানা ইসলাম সকাল সাড়ে নয়টায় পুনর্মিলনীর উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির,উপ-উপাচার্য আবুল হোসেন ,কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের,সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক আমির হোসেন এবং সাবেক শিক্ষক আমিন মুহম্মদ আলী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন,‘পুনর্মিলনী শুধু স্মৃতিচারণের জন্যই নয় বরং বিশ্ববিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের যেন এক মিলনমেলা,সাবেক শিক্ষার্থীরা বতমার্ন অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্নরকম পরামর্শ দিয়ে নতুন পথ দেখাতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।’
পরে সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে এক আনন্দ র্যালীর আয়োজন করা হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়। এরপর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বছরের জন্য নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এ.কে.এম শহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে নির্বাচনী অধিবেশন,স্মৃতিচারণ ও র্যাফেল ড্র এবং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়।
৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস