রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:১৪:২৭

রাজধানীতে হঠাৎ কেজিতে যত কমলো ব্রয়লার মুরগির দাম

রাজধানীতে হঠাৎ কেজিতে যত কমলো ব্রয়লার মুরগির দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বাজারে সরবরাহ বাড়লেও এখনো শীতের সব সবজির দাম কমেনি। তবে কিছু কিছু সবজি সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে। মরিচের দাম কেজিতে কমেছে ২০-৩০ টাকা। তবে এক মাস আগে শতকের ঘরে পৌঁছানো পিঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগি দাম কেজিতে কমেছে ১০ টাকা। ডিমের দামও কমেছে সামান্য। মাছ আগের দামেই বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। সামনে পুরোদমে সরবরাহ বাড়লে দাম কমবে। মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। পিঁয়াজের দাম আরও বাড়তে পারে। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও গাড়ি ভাড়া, শ্রমিক খরচ বেশি হওয়ায় সব সবজির দাম কমানো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা।

গতকাল কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে শীতকালীন সবজি শিম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। ছোট ফুলকপি পিস ৩০, মাঝারি ও বড় ৫০-৬০ টাকায়  বিক্রি হচ্ছে। টম্যাটো বিক্রি হচ্ছে কেজি ১২০-১৩০ টাকায়। বাজারে কেজিপ্রতি গোলবেগুন ৭০-৮০ ও লম্বা বেগুন ৫০-৬০, পটোল ৪০-৫০, করলা ৭০, ঢ্যাঁড়শ ৪০-৫০, ঝিঙ্গে ৪০-৫০, ধুন্দল ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া বাজারে মুলা প্রতি কেজি ২৫-৩০, বাঁধাকপি ৪০ ও লাউ ৭০-৯০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। বরবটি ৬০-৭০, আলু ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজিতে। পেঁপে ৩০-৪০, মিষ্টিকুমড়া ৩০, দেশি শসা ৫০-৬০ ও হাইব্রিড শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক মাস আগেও কেজিতে ৭০ টাকায় বিক্রি হওয়া পিঁয়াজের দাম কমেনি এখনো। বাজারে মানভেদে পিঁয়াজ এখনো বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। ব্যবসায়ীরা অনেক দিন ধরেই পিঁয়াজ আমদানির ছাড়পত্র পেতে মরিয়া হয়ে উঠেছেন। তবে দেশের কৃষকদের কথা ভেবে সরকারের পক্ষ থেকে পিঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাজারে দেশি আদা ১২০-১৪০, ভারতীয় আদা ১৯০, রসুন দেশি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়, যা গত সপ্তাহেও ১৭০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর সোনালি মুরগি ২৬০-২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৭৮০ এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম আগের মতোই। বাজারে মানভেদে রুই ২৫০-৩৫০ টাকায় কেজিতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া কাতলা ৩৫০, পাঙাশ ১৫০-২০০, তেলাপিয়া ১৬০-২০০, চিংড়ি ৬৫০-৭০০, মাঝারি কই ২৮০-৩০০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০, পাবদা ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে