অ্যাড. এমদাদুল হক লাল, আদালত প্রতিনিধি: রাজধানীর শাহবাগ থানার নাশকতা, হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদের জামিন শুনানির জন্য আগামি ১৩ মার্চ তারিখ ধার্য্য করা হয়েছে।ঢাকা মহানগর দায়রা জজ মো.কামরুল হোসেন মোল্লার আদালতে সোমবার শওকত মাহমুদের পক্ষে আইনজীবি জামিনের একটি ফৌজদারি বিবিধ মামলায়( জামিনের শুনানির জন্য আবেদন) আবেদন করলে আদালত তা গ্রহন করে আগামি ১৩ মার্চ শুনানির জন্য তারিখ নির্ধারন করেন।
ঢাকা সিএমএম আদালতের বিচারক এসএম মাসুদ জামান গত ২ মার্চ শওকত মাহমুদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন।
শাহবাগ থানায় এসআই সুব্রত গোলদার নাশকতা, হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া এ মামলায় গ্রেফতার দেখিয়ে শওকত মাহমুদকে ৭ দিনের রিমান্ড দেয়ার আবেদন করেন ।ওই দিন শুনানির সময় শওকত মাহমুদকে জেল হাজত থেকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে বিচারক এসএম মাসুদ জামান রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দেন। সেসাথে আগামী তিন কার্য দিবসের মধ্যে শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।
মামলার এজহারে বলা হয়, গত ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।এ মামলার ঘটনার সময় পুলিশের ওপর হামলা ছাড়াও গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করে নাশকতা চালনো হয়।শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলায় আসামি হিসেবে শওকত মাহমুদের নাম না থাকলেও সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখায়।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস