আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: “নারী - পুরুষের সমতায় গড়ে তুলি সমতার বিশ্ব” এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য সম্মান ও মর্যাদায় আন্তজার্তিক নারী দিবস ২০১৬ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয় টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে একটি র্যালীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নারী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালীতে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
র্যালীটি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়, পরিবহণ চত্বর,রেজিস্ট্রার ভবন, নতুন কলাভবন এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে জহির রায়হান অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালী শেষে জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে উপাচার্য এবং প্রো-উপাচার্যের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস