শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৫:১৯

আজ রাজধানীর ডিমের বাজারের কি অবস্থা?

আজ রাজধানীর ডিমের বাজারের কি অবস্থা?

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর খুচরা বাজারে চিকন চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। আরো বেড়েছে ছোট দানার মসুর ডালের দাম। এটির দাম ১৬০ টাকা ছাড়িয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

দাম বেড়ে মিনিকেট চাল মানভেদে খুচরায় ৭০ থেকে ৮৮ টাকা এবং নাজিরশাইল চাল ৭৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের পাশাপাশি ছোট দানার মসুর ডালের দাম আরো কিছুটা বেড়ে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতের সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক রয়েছে। আলু, শিম, মুলা, ওলকপিসহ বেশির ভাগ সবজির দাম ৩০ থেকে ৬০ টাকা কেজি। ডিম ও মুরগির দামও স্থিতিশীল।

বিক্রেতারা জানান, নতুন মৌসুমে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসতে শুরু করলেও সরবরাহ বাড়ার আগেই পুরনো চালের  দাম বেড়েছে, যা ভোক্তাদের উদ্বেগ বাড়াচ্ছে। রাজধানীর বাড্ডার খুচরা বিক্রেতা মো. ফারুক বলেন, ‘গত দুই-তিন সপ্তাহে চিকন চালের দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা বেড়েছে। তবে মোটা চাল আগের দরেই বিক্রি হচ্ছে।’

বাজার ঘুরে দেখা গেছে, বড় আকার ও ভালো মানের পাকা টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। মাঝারি বা কিছুটা নিম্নমানের টমেটোর দাম ৮০ থেকে ৯০ টাকা। কাঁচা (সবুজ) টমেটো প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা। লম্বা লাউ দাম বেড়ে প্রতি পিস মানভেদে ৯০ থেকে ১১০ টাকা।

শসা প্রতি কেজি মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটোল ও ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা, শিম ৫০ থেকে ৮০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৪০ টাকা ও গাজর ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে