এমটিনিউজ২৪ ডেস্ক : রমজান মাস সামনে রেখে রাজধানীর বাজারে ছোলা ও ডালের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে ছোলা ও অ্যাঙ্কর ডালের দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও তেজকুনিপাড়া ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বেশ কয়েক মাস ধরে ডালের বাজার ছিল মোটামুটি স্থিতিশীল। তবে দুই সপ্তাহ আগে থেকে পাইকারি পর্যায়ে ধীরে ধীরে দাম বাড়তে শুরু করে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আগে প্রতি কেজি ছোলা বিক্রি হতো ৮০ থেকে ৮৫ টাকায়। বর্তমানে তা বেড়ে ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে ছোলার ডালের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ থেকে ১০০ টাকায়। অ্যাঙ্কর ডালের দামও পাঁচ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।
১৫ থেকে ২০ দিনের ব্যবধানে চিনির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এক সময় খুচরা বাজারে চিনি প্রতি কেজি ৯০ টাকায় নেমে এলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকায়। গত সপ্তাহে খোলা সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও বর্তমানে তা স্বাভাবিক পর্যায়ে এসেছে।
কয়েক মাস ধরে মুরগির দাম কম থাকলেও গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছিল। চলতি সপ্তাহে নতুন করে দাম বাড়েনি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭৫ টাকায়। সোনালি জাতের মুরগির দাম তুলনামূলক বেশি; প্রতি কেজি কিনতে গুনতে হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা। ফার্মের বাদামি রঙের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা এবং সাদা ডিম ১০০ টাকায়।
বাজারে শীতের সব ধরনের সবজি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। গত সপ্তাহের মতো বেশির ভাগ সবজি প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মানভেদে নতুন আলু পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। তবে ডায়মন্ড জাতের (হালকা লালচে) আলু কিনতে কেজিতে খরচ হচ্ছে প্রায় ৪০ টাকা।
মান ও জাতভেদে শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটির দাম তুলনামূলক বেশি; প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা। গত সপ্তাহের তুলনায় টমেটোর দাম কমে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। কাঁচামরিচের দাম অপরিবর্তিত রয়েছে; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আকারভেদে ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে মুলার দাম বেশি; প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।