বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১২:০৭:০০

জাবিতে ছাত্রীদের ভিসির বাসা ঘেরাও

জাবিতে ছাত্রীদের ভিসির বাসা ঘেরাও

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিটের দাবিতে ভিসির বাসা ঘেরাও করেছে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রায় ১০০ জন ছাত্রী হল থেকে মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে প্রবেশ পথ ঘেরাও করে রাখে। এসময় “এক দফা এক দাবি,সিট মোদের কবে দিবি/সুফিয়া কামালে সিট দিতে হবে,দিয়ে দাও”এরকম নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভিসির বাসভবনের প্রবেশমুখ।

তাদের মিছিলের আওয়াজ শুনে প্রো-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন  বাসভবন থেকে বেরিয়ে আসেন এবং শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলেন।

এ সময় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা দীর্ঘ এক বছর যাবৎ ৪টি রুমে ১৬১ জন শিক্ষার্থী মানবেতর জীবনযাপন করে আসতেছি। যেখানে আমাদের থাকার কোন সুষ্ঠু পরিবেশই নাই সেখানে নবাগত ৪৫তম আবর্তনের শিক্ষার্থীদের কোথায় জায়গা দেয়া হবে তা আমাদের বোধগম্য নয়।

তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের  প্রো-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন অবস্থানরত শিক্ষার্থীদের আশস্ত করে বলেন, “নবনির্মিত সুফিয়া কামাল হলের আনুষাঙ্গিক কাজ শেষ হলেই তোমাদেরকে ঐ হলে সংযুক্ত করা হবে। আমরা জানি, তোমরা অনেকদিন ধরে কষ্ট করতেছো,আর কয়েকটা দিন ধৈর্য্য ধরো শিঘ্রই তোমাদের এই সমস্যার সমাধান করা হবে।”

অবশেষে প্রো-উপাচার্যের  সিট দেয়ার প্রতিশ্রুতি পেয়ে  শিক্ষার্থীরা উপাচার্যের বাসবভন ত্যাগ করেন।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে