জাহিদুল ইসলাম: আন্ত:বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেটে দক্ষিনাঞ্চলের ফাইনালে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মাঠে নামবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এ ফাইনাল ম্যাচ। দক্ষিনাঞ্চলের খেলায় উভয় দলই দাপটের সাথে খেলে প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে। গ্রুপ-এ তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় এবং বুয়েটকে হারিয়ে গ্রুপ সেরা হয়।
অন্য দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালকে ১৫৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। এরপর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৩ উইকেটে হারানোর পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে মাত্র ৪৫ রানে অল আউট করে ৯ উইকেটের জয় তুলে নেয়। ফলে ফাইনালের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে ফাইনালে অংশ নেয়া উভয় দলই চূড়ান্ত পর্বের টিকিট লাভ করেছে। যেখানে তারা রাজশাহীতে উত্তরাঞ্চলের চ্যাম্পিয়ন রানার আপদের সাথে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে। চূড়ান্তু পর্ব শরু হবে ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস