ঢাকা : রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীমের গুলিতে আল আমিন (২২) নামে এক ডিশ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিশ সংযোগের বিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এএসআই শামীমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ডিশ ব্যবসায়ী আল আমিনের সহকর্মী জাকির জানান, তারা ঢাকা ইস্ট কেবল ভিশনের কর্মচারী। শুক্রবার সকালে বংশাল থানার এএসআই শামীমের খিলগাঁও নন্দীপাড়ার (রোড নম্বর ৫-এর একটি ৬ তলা ভবন) বাসায় ডিশ সংযোগের বিল চাইতে গেলে বাক-বিতণ্ডা হয়। এর একপর্য়ায়ে শামীম তার কাছে থাকা পিস্তল দিয়ে আল আমিনকে গুলি করেন।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম