শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৮:২২:২৫

'জীবন একটাই, মাদকমুক্ত জীবন চাই'

 'জীবন একটাই, মাদকমুক্ত জীবন চাই'

ঢাকা: জীবন একটাই মাদকমুক্ত জীবন চাই। এই স্লোগানকে সামনে রেখে সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট (SAAM) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে  ১১ই মার্চ বিকাল ৪টায়  নবীন বরণ ও মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করে। এইচ এম ইমরানের উপস্থাপনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (SAAM) এর সভাপতি অধ্যাপক ডা. এম এ বাকী. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মফিজুর রহমান চেয়ারপার্সন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উপস্থিত ছিলেন তোহিদুল ইসলাম মিন্টু সম্পাদক দ্যা রিপোর্টস২৪.কম,  মঞ্জুরুল ইসলাম প্রধান প্রতিবেদক বাংলাদেশ প্রতিদিন, (SAAM)  এর সহ-সভাপতি এনআরবির মেম্বার, শাহ আলম খান  ও (SAAM) এর যুগ্ম-সাধারণ সম্পাদক  ইফতেখার ইসলাম (SAAM) আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ডা. এম এ বাকী তার বক্তব্যে বলেন, মাদকের প্রতিরোধে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। পাড়ায় পাড়ায় মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে। যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই আমরা একদিন মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন মফিজুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি তৃতীয় কোন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। সৃষ্টিশীল কাজের সাথে তোমরা নিজেদেরকে সম্পৃক্ত করবে, কাজের মাঝে থাকলে মস্তিষ্ককে কাজ দিলে, মস্তিস্ক কাজে ব্যস্ত থাকলে  তোমাদের বিপথে যাবার সম্ভবনা একেবারে থাকবে না। এছাড়াও অতিথিরা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহ চিত্র ও মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন এবং সবাইকে মাদক থেকে দূরে থাকার আহব্বান জানান। অনুষ্ঠানে দুই শতাধিন ছাত্রছাত্রী উপস্থিত ছিলো।
১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে