সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ০৬:৪৩:৪৯

জাবির সুফিয়া কামাল হলে প্রবেশের সৌভাগ্য হয়নি নবীন শিক্ষার্থীদের

জাবির সুফিয়া কামাল হলে প্রবেশের সৌভাগ্য হয়নি নবীন  শিক্ষার্থীদের

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৫ তম আর্বতনের শিক্ষার্থীদের বেগম সুফিয়া কামাল ছাত্রী হল  বরাদ্দ দেয়া হলেও, হলে উঠতে দিচ্ছে না হল প্রশাসন।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ৪৫ তম আর্বতনের নবীণ শিক্ষার্থীদের শনিবার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর পূর্বে বেগম সুফিয়া কামাল হলে ১০৩ জন ছাত্রীকে বরাদ্দ করে দিয়েছে বিশ্বদ্যিালয় প্রশাসন। কিন্তুু হল প্রশাসনের বাধা-নিষেধের কারনে এখন পর্যন্ত হলে প্রবেশের সৌভাগ্য হয়নি নবাগত ছাত্রীদের। ফলে অন্য কোথাও  জায়গা না পেয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে দেশের দূরদূরান্ত থেকে ছুটে আসা সাধারণ শিক্ষার্থীরা।

রেজিস্ট্রার ভবনের অফিস সূত্রে জানা গেছে, ক্লাস শুরুর পূর্বে প্রশাসন নবীণ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হল বরাদ্দ করে দিয়েছে।

 বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেছে কিন্তুু বেগম সুফিয়া কামাল ছাত্রী হলের বরাদ্দকৃত শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দিচ্ছে না হল প্রশাসন। বিভিন্নভাবে হল প্রশাসন ও নিরাপত্তা প্রহরীরা বাঁধা দিচ্ছে ফলে নতুন পরিবেশে দেশের আনাচে-কানাচে থেকে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
হলে উঠতে না পেরে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন,এ ব্যাপারে নবীণ শিক্ষার্থীদের কয়েকজন বলেন, প্রশাসন আমাদের বেগম সুফিয়া কামাল হল বরাদ্দ দিয়েছে কিন্তুু আমরা হলে প্রবেশ করতে গেলে প্রহরীরা বলছে হলের নিমার্ণকাজ এখনও শেষ হয়নি। সুতারাং এখন হলে উঠতে দেয়া হবে না। নতুন পরিবেশে এমন অবস্থায় আমরা কোথায় যাবো,কোথায় থাকবো কিছুই বুঝে উঠতে পারিতেছিনা।

হলের এ অবস্থা অবলোকন করে দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক রায়হান রাইন বলেন, “হল নিমার্ণে প্রশাসন এবং নিয়োজিত ব্যক্তিবর্গের দায়িত্বহীনতা আছে বলে আমার মনে হয়। বর্তমান সময়ে দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতা প্রকট হযে উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিযুক্ত লোকদের সুষ্ঠ কাজের পরিকল্পনা ও দায়িত্ববোধের অভাবে আজ নবীণ শিক্ষার্থীদের এরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
 
এ ব্যাপারে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড.এস এম বদিয়ার রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ নবনির্মিত সুফিয়া কামাল হলের নিমার্ণ কাজ এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি,কাজ শেষ হলেই অতি দ্রত বরাদ্দকৃত শিক্ষার্থীদের হলে উঠানো হবে।”
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে