দোহার: এবারের ইউপি ভোটে দোহার বিলাসপুর ইউনিয়নে জমে উঠেছে তিন আত্মীয়ের ভোটযুদ্ধ। চেয়ারম্যান পদে আলাউদ্দিন মোল্লার পরিবর্তে আওয়ামী লীগের প্রার্থী হুকুম আলী চোকদার। আর বিএনপির হয়ে নির্বাচন করছেন আব্দুস সামাদ ব্যাপারী।
তারা তিনজনই আত্মীয়তার সম্পর্কে বাঁধা। বিএনপির আলাউদ্দিনের ভাস্তি জামাই আওয়ামী লীগের হুকুম আলী চোকদার। আর চোকদারের বোন জামাই বিএনপির সামাদ ব্যাপারী।
আগেরবার চেয়ারম্যান ছিলেন চোকদার, গতবারও নির্বাচন করেন চোকদার ও আলাউদ্দিন। বংশ পরম্পরায় তারা প্রতিদ্বন্দ্বী। আর সেজন্য অনেক অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী ইউনিয়নবাসী।
গত জাতীয় নির্বাচনের পর দিন হাজারীবিঘায় মারা গেছেন তিনজন। ওই ঘটনায় জড়িত থাকার কথা শোনা গেছে এ দু’জনের। এবারও তারা প্রতিদ্বন্দ্বী।
তিনজন তিন ওয়ার্ডের হলেও বিলাসপুর পদ্মাগণি শিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র গুরুত্বপূর্ণ। কারণ পাশাপাশি তিন চেয়ারম্যান প্রার্থীর বাড়ি এখানে।
২২ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস