রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৮:২৪:৩৯

তনু হত্যার বিচারের দাবিতে জাবিতে মানবন্ধন ও র‌্যালী

তনু হত্যার বিচারের দাবিতে জাবিতে মানবন্ধন ও র‌্যালী

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও মাদক বিরোধী জোটের আয়োজনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে তিনটায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন জাবি শাখা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মো: মিনহাজুল আবেদীন মিনহাজ , মাদক বিরোধী জোটের সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখন ও জাবি শাখার মাদক বিরোধী জোটের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।  মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়।  র‌্যালীটি শহীদ মিনার থেকে শুরু হয়ে অমর একুশের পাদদেশে  গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অংশগ্রহণ ও সহমতপোষণ করে মো: মিনহাজুল আবেদীন মিনহাজ  বলেন, আমি জাবি শাখা সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে বলতে চাই ,আমরা এই বর্বর ও নৃশংস হত্যাকান্ডের অবিলম্বে বিচার দাবি করছি। আর যেন কোন নরপশু এধরনের হত্যাকান্ড করতে সাহস না পায় সেজন্য দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যাস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
মানবন্ধনে অন্যান্যদের  মধ্যে মাদকবিরোধী জোটের সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখন ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ  বক্তব্য রাখেন। বক্তারা তনু হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে