বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ১০:০০:৩১

তনু হত্যার প্রতিবাদে একটিভ সিটিজেন্সদের মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি

 তনু হত্যার প্রতিবাদে একটিভ সিটিজেন্সদের মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি করেছে ব্রিটিশ কাউন্সিলের তত্তাবধানে ও ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে তৈরী একটিভ সিটিজেন্সরা।
মঙ্গলবার(২৯ মার্চ) বিকেলে নগরীর নিউ ইস্কাটনে ডেমোক্রেসিওয়াচ কার্যালয়ের সামনে প্রায় শতাধিক একটিভ সিটিজেন্স মানববন্ধনে অংশগ্রহন করে। তাদের হাতে তনু হত্যার বিচার চাই, নিরাপদ হোক নারীর পথচলা, তনু আমাদের একজন, তনুর জন্য ন্যায়বিচার, আমরাই তনু সহ নানা লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।  
উক্ত মানববন্ধনে একটিভ সিটিজেন্সদের সাথে উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ভাষা সৈনিক তালেয়া রেহমান, ডেমোক্রেসিওয়াচ এর প্রোগ্রাম কোর্ডিনেটর ফাতেমাতুল বতুল এবং একটিভ সিটিজেন্স যুব নেতৃত্ব প্রশিক্ষণের প্রশিক্ষক রাকিবুল ইসলাম খান। মানববন্ধন শেষে সবাই একটি প্রতিবাদ র‌্যালি সম্পন্ন করে।
একটিভ সিটিজেন্সরা হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে