আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার( শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপিÍতে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যেসব শিক্ষার্থী মেধা তালিকায় রয়েছে তাদের ভর্তি কার্যক্রম আগামী ৩-৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। মেধা তালিকায় শূন্য আসন থাকলে পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে ১০-১৩ এপ্রিল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এবছর মুক্তিযোদ্ধা কোটায় মেধা এবং অপেক্ষমান মিলিয়ে নির্বাচিত হয়েছেন গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে ২২ জন , সমাজ বিজ্ঞান অনুষদে ২৬ জন, জীব বিজ্ঞান অনুষদে ৪১ জন, ব্যবসায় প্রশাসন অনুষদে ১২ জন, আইন অনুষদে ১জন, আইবিএ ১ জন, আইআইটি ৮ জন এবং কলা ও মানবিকী অনুষদে ৩৭ জন ( আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৮ জন, ইংরেজী ৬, ইতিহাস ৮, দর্শন ৭, প্রত্নতত্ত্ব ৫ এবং বাংলা ৩)।
এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্ম আলী বলেন, প্রতিটি বিভাগে ৪ জন করে মুক্তিযোদ্ধা সন্তানের ভর্তির নিয়ম রয়েছে কিন্তু এবছর কয়েকটি বিভাগে একজনও পাশ করেনি। তাই এবার কিছু বিভাগে আসন খালি রাখা হয়েছে। আর যেসব বিভাগে ৪ জনের অধিক শিক্ষার্থী পাশ করেছে তাদের মধ্যে প্রথম ৪ জনকে আগে ভর্তির সুযোগ দেয়া হবে। তাদের মধ্যে কেউ ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিসহ যেকোন তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ( www.juniv.edu) ভিজিট করলে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস