সাভার : আইনজীবীদের সহযোগিতা চাইলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। তাদের সহযোগিতা পেলে সান্ধ্যকালীন সময়ে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ঢাকার অদুরে সাভারে বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণের মানদণ্ড নিরূপণ শীর্ষক দু’দিনের কর্মশালায় প্রধান বিচারপতি এ কথা জানান।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, যথাসময়ে শেষ করা না গেলে আদালতে বিচারাধীন মামলাজট বাড়তে থাকবে। এতে ভোগন্তির শিকার হবেন বিচারপ্রার্থী মানুষ। মামলাজট কমাতে সেজন্য আইনজীবীদের সহায়তা খুব জরুরি।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস