আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: আগামীকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাতাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে গান করবে দেশের এ জনপ্রিয় ব্যান্ডদল।
সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে ‘নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ’ শুরু হবে। রবিবার বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি বিষয়টি নিশ্চিত করেন।
মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম,জাকসুর সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার,ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে আমরা সকল নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেব। অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী তুলে দেব।”
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস