সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৪:৪৮:৩৪

জাবির ভাসানী হলে আটককৃত শিবির নেতার কক্ষে তল্লাশী, কাগজপত্র জব্দ

জাবির ভাসানী হলে আটককৃত শিবির নেতার কক্ষে তল্লাশী, কাগজপত্র জব্দ

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: বরিশালের গৌরনদীর একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে আটককৃত ১৪ শিবির কর্মীর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি পরিচয়দানকারী আজাদুল ইসলাম আদনানের কক্ষে তল্লাসী চালিয়ে একাডেমিক কাগজপত্রসহ একটি ট্রাঙ্ক জব্দ করেছে মাওলানা ভাসানী হল প্রশাসন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে হলের ৪৩৪ নাম্বার কক্ষে এই তল্লাশী চালানো হয়।
জব্দকৃত কাগজপত্র থেকে জানা যায়, আজাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী। তার বাবার নাম আজগার আলী এবং মায়ের নাম রেহানা বেগম। ধাপ সতগড়া বাইতুল মুকাররম কামিল মাদ্রাসায় পড়াশুনা করা এ শিক্ষার্থীর বাড়ি রংপুরের সদর উপজেলায়।
এদিকে হলে শিবির নেতাকে আসন বন্টনে হল প্রশাসনের অবহেলা, দ্বায়িত্বহীনতা এবং শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে হল শাখা ছাত্রলীগ। রবিবার রাত এগারোটায় আজাদুলের আসবাবপত্র পুড়িয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিল পরবর্তী সমাবেশে শিবির নেতার আসন আসন বন্টনের জন্য হল প্রসাশনের উদাসীনতা এবং অবহেলার অভিযোগ তুলে অবিলম্বে তাঁর ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মওলানা ভাসানী হল আবাসিক শিক্ষার্থী মুরশিদুর রহমান আকন্দ শিবিরকে প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, ‘শুধু জাহাঙ্গীরনগর নয় সারা বাংলাদেশে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিরকে চিহ্নিত করে শক্ত হাতে দমনের মাধ্যমে দেশরতœ শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে মওলানা ভাসানী হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান বলেন, আটককৃত আজাদুল ইসলাম মওলানা ভাসানী হলের শিক্ষার্র্থী হলেও সে নিয়মিত হলে ছিল না। ফলে তার সম্পর্কে আমাদের কাছে তেমন কোন তথ্য নেই’। পুলিশ আটককৃত শিক্ষার্থীর বিষয়ে যোগাযোগ করলে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে