ঢাকা : স্বামীর কাছে বৈশাখী শাড়ি চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছেন বউ। ঘটনাটি ঘটেছে আশুলিয়ায়। বৈশাখী শাড়ি না পেয়ে স্বামীর ওপর অভিমানে আত্মহত্যা করেছেন তিনি।
শুক্রবার বিকেলে আশুলিয়ার নরশিংহপুর বুড়িপাড়া এলাকায় নূর মোহাম্মদ সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বিথী আক্তার (২৬) স্বামী মো. শাহিনের সঙ্গে ওই বাসায় ভাড়ায় থাকতেন। তিনি ঠাকুরগাঁ জেলার ওবায়দুর রহমানের মেয়ে।
নিহতের প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার পহেলা বৈশাখ উপলক্ষে স্বামী শাহিনের সঙ্গে বৈশাখী শাড়ি কিনে দেয়াকে কেন্দ্র করে বিথীর ঝগড়া হয়। শুক্রবার সকালেও বিষয়টি নিয়ে আবারো তাদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় রাগ করে শাহিন বাড়ি থেকে বেরিয়ে গেলে বিথী নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন।
দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহজনক মনে হলে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেন। পরে জানালা দিয়ে দেখেন, গলায় ফাঁস দিয়ে বিথী আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকেলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিনকেও আটক করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ হোসেন জানান, স্বামীর সঙ্গে অভিমান করেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম