রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০১:০৫:১৪

স্কুলের বেতন দিতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

স্কুলের বেতন দিতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

ঢাকা : সাভারের ভাটপাড়ায় স্কুলের বেতন দিতে না পেরে সোনিয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার দুপুরে ভাড়াবাড়ি থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সোনিয়া ঠাকুরগাঁওয়ের বাসিন্দা আবদুল গনির মেয়ে। সে সাভারের ভাটপাড়ায় ভাড়া বাসায় থেকে চাইল্ড হেভেন স্কুলে দশম শ্রেণিতে পড়তো। পড়াশুনার পাশাপাশি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতো।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোনিয়ার মৃতদেহ তার বাড়ির ঘর থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, স্কুলের বেতন না দিতে পেরে অভিমান করে আত্মহত্যা করেছে এই ছাত্রী।

এ ব্যাপারে সোনিয়ার মা জানান, তিন মাসের বেতন না দিতে পারায় স্কুলের এক শিক্ষক তাকে ডেকে নিয়ে তার সামনেই আত্মসম্মানবোধে আঘাত করে কথা বলেন। এক পর্যায়ে শিক্ষক তাকে বলেন, ‘স্কুলের বেতন দিতে না পারলে পড়ালেখা করার দরকার কি? আমাদের সময় নষ্ট করছো। তার চেয়ে গার্মেন্টসে গিয়ে কাজ করো।’ এরকম আরো অপমানজনক কথা বলে স্কুলে আসতে বারণ করেন।

সোনিয়া মা আরো জানান, ‘মেয়েকে নিয়ে বাসায় আসার পরে আমি বাজারে চলে যাই। বাজার থেকে আসার পরে দেখি আমার মেয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।’

স্থানীয়রা জানান, সোনিয়াদের সংসারে উপার্জন করার মতো শুধু তার ১২ বছর বয়সের এক ভাই রয়েছে। তাদের বাবা আরেকটি বিয়ে করে আলাদা বসবাস করেন। সে কারণে স্কুলের বেতন ঠিকঠাক মতো দিতে পারছিল না তারা।

সাভার মডেল থানার ওসি বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় মামল করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।-বাংলামেইল

১৭ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে