রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ০৫:৩৯:৩৭

ঢাবি হলে দুষিত পানি : নেই কোন তৎপরতা

ঢাবি হলে দুষিত পানি : নেই কোন তৎপরতা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের পানি দূষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর ফলে শনিবার ওই হলগুলির শিক্ষার্থীরা পানি পানে বিপাকে পড়েন।

এ  বিষয়ে হল কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ১২টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে রাত ১২টার পর এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

১৫ এপ্রিল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহাম্মদ মহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু হল এবং কবি জসীমউদ্‌দীন হলের পানিতে বালিযুক্ত দূষিত পদার্থ বের হয়ে আসতে থাকে।

এ পানি ব্যবহার করে অনেক শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ আসে।

হল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পানির তিনটি রিজার্ভার রয়েছে। এর মধ্যে একটি হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। জিয়া হলের পানি সরবরাহের লাইনটি ফেটে যাওয়ায় পানির সাথে দূষিত পদার্থ বের হয়ে আসতে থাকে। পানি দূষণের আলামত পাওয়া গেলেও হল কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত ছিল না।

শিক্ষার্থীরা ভেবেছিলেন হয়ত পানির ট্যাংক পরিস্কার করা হয়েছে। এ কারণে কিছু সময়ের জন্য ময়লাগুলো বেরিয়ে আসছে। শিক্ষার্থীরা পরে কর্তৃপক্ষকে জানালে, শনিবার রাত ১২টা পর্যন্ত পানি পানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মহসীন হলের এক শিক্ষার্থী বলেন, শুক্রবার বিকেল থেকে পানির সাথে বালি জাতীয় দ্রব্য বেরিয়ে আসছিল। আর পানি ছিল দুর্গন্ধযুক্ত। বিষয়টি জানার পর হল কর্তৃপক্ষ মাইকিং করে পানি পানে নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, মুহসীন হলের পানির লাইনটা ছিল জিয়া হলের রিজার্ভার এর সাথে যুক্ত। জিয়া হলের পাম্পটা নষ্ট হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং সেকশন তা তাকে জানায়নি।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। এরপর পানি পানের বিকল্প ব্যবস্থা করা হয়।

তিনি আরো জানান, ওয়াসার সঙ্গে কথা বলে পরে বিকেলে তিনটি পানির ট্যাংক বসানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে জিয়া হলের প্রাধ্যক্ষ জিয়া রহমান বলেন, পাম্পের সমস্যা হয়েছে। শনিবার রাত ১২টার মধ্যে ঠিক হয়ে যাবে।-বাংলামেইল
১৭এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে