বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১০:১৮:৫০

‌ সততার বিরল দৃষ্টান্ত এক সেলিনার

 ‌  সততার বিরল দৃষ্টান্ত এক সেলিনার

ঢাকা : এমন সেলিনা ক’জনা আছেন, যিনি কিনা রাস্তায় পড়ে থাকা মানিব্যাগ ও টাকাগুলো তুলে একবারের জন্য গুনে দেখেননি।  সততার কি বিরল দষ্টান্ত।

গত বুধবার সকালে সাভারের ধামরাই পৌরসভার বিজয়নগর মহল্লার বাসিন্দা সেলিনা আক্তার (৪০) রিকশায় পৌরসভার ছয়বাড়িয়াতে যাচ্ছিলেন।  

এসময় ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ফটকের সামনে রাস্তার ওপর একটি মানিব্যাগ ও কিছু টাকা এলোমেলোভাবে রাস্তায় পড়ে থাকতে দেখতে পান সেলিনা।

রিকশা থেকে নেমে মানিব্যাগ ও টাকাগুলো তুলে সরাসরি থানায় নিয়ে জমা দেন তিনি।  জমা দিয়েই সোজা সেলিনা চলে যান ছয়বাড়িয়াতে।

সেলিনা পেশায় একজন গৃহিনী বলে জানা গেছে।  

এদিকে মানিব্যাগের ভেতর মালিকের জাতীয় পরিচয়পত্র থাকায় সহজেই মালিক খুঁজে পান পুলিশ। পরে ওই ঠিকানায় যোগাযোগ করে টাকা ও মানিব্যাগ ফিরিয়ে দেয়া হয় তাকে।  এতে ১৮ হাজার ৮শ’ ৯৫ টাকা মালিক বুঝে পান।

টাকাগুলোর মালিক ধামরাই পৌরসভার কালিয়াগাড় মহল্লার আবদুল মান্নান।  

মান্নান জানান, সকালে বাড়ি থেকে অটোরিকশাযোগে তার ব্যবসা প্রতিষ্ঠান থানার প্রাচীরঘেঁষা পশ্চিম পাশে মাহিন ফার্মেসি ও বিকাশ এজেন্টের দোকানে যাচ্ছিলাম।  এসময় টাকা ও মানিব্যাগ হারিয়ে যায়।

তিনি বলেন, সেলিনার এমন সততা সত্যিই আমাকে অবাক করেছে।  তাকে মোবাইল ফোনে ধন্যবাদ জানিয়েছি।
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে