আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত আন্তর্জাতিক কলেজিয়েট কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের ১২৮ টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে ৫০ তম স্থান অর্জন করার গৌরব এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের।
জাবি দলের পক্ষ থেকে কোচের দায়িত্ব পালন ও বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিলয়, রাহাত ও নাফিজ অংশ নেন। তারা মোট ১৩ টি সমস্যার মধ্যে ৬ টির সমাধান করতে পেরেছে। এ তিনজনে বিশ্ববিদ্যালয়ের ৪১ তম আর্বতনের শিক্ষার্থী ।
বৃস্পতিবার ফুকেটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফাইনালে অংশগ্রহন করা অন্য দুটি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৩ তম স্থান এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ও ১১৩ তম স্থান অধিকার করেছে। এ দুইটি বিশ্ববিদ্যালয় মোট ১৩ টি সমস্যার মধ্যে ২ টি সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে।
২০ মে,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস