নিউজ ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ঈদের রাতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধ থেকে দুই পক্ষের মধ্য সংঘর্ষের জেরে হাতবোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। শুক্রবার রাতে খাজী দেওয়ান লেইনে এই সংঘর্ষ হয় বলে চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মো. হাফিজুর রহমান জানান।
তিনি জানান, একদল তরুণ ঈদের রাতে উচ্চ শব্দে গান বাজালে এলাকার পঞ্চায়েতের লোকজন তাদের নিষেধ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিষয়টির মীমাংসা হয়।
তবে ঘটনার জের ধরে ওই তরুণরা শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সংঘবদ্ধ হয়ে পঞ্চায়েতের লোকদের ওপর হামলা করে। দুই পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে হাতবোমার বিস্ফোরণ ঘটালে চারজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক হাফিজ।
৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস