রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০২:১৩:৫৯

তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে ছাত্রদলের ধর্মঘট

তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে ছাত্রদলের ধর্মঘট

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন শ্রেণিকক্ষ ও অফিসের তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে ধর্মঘট পালন করছে জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। অর্থপাচারের দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে বিএনপির ছাত্র সংগঠনটি।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসসহ বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষের প্রায় অর্ধশতাধিক তালায় ‘সুপার গ্লু’ লাগায় ছাত্রদল কর্মীরা।

জানা গেছে, ধর্মঘটের সমর্থনে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, কলা ও মানবিক, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ, পদার্থ ও গাণিতিক  অনুষদ, প্রশাসন ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রধান ফটকসহ বিভিন্ন শ্রেণিকক্ষের অর্ধশতাধিক তালায় ‘সুপার গ্লু’ লাগায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রবিবার সকালে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের তালা খুলতে গেলে তারা দেখতে পান তালায় ‘সুপার গ্লু’ দেওয়া আছে। বিষয়টি অবহিত করা হলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তালাগুলো ভেঙ্গে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি শাখা ছাত্রদলের সহসভাপতি শহিদুল ইসলাম তুষার বলেন, রাজনীতি থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সরিয়ে রাখতে অবৈধ সরকারের রায় দিয়েছে তা দেশের জনগণ মেনে নেয়নি। যার কারণে সাধারণ শিক্ষার্থীরা হয়ত ছাত্রদলের ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল জানান, কে বা কারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের তালায় ‘সুপার গ্লু’ দিয়েছে। তালা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
২৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে