ঢাকা : রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের হোস্টেলে অভিযানে চালিয়ে শিবিরের রাজনীতিতে জড়িত সন্দেহে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার দিবাগত রাত ১টার দিকে লালবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান সাংবাদিকদের জানান, কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে আরো তিনজনকে আটক করা হয়। এ সময় ‘জিহাদি’ বই জব্দ করা হয় বলে জানান তিনি।
রোববার দিবাগত রাত ৮টা থেকে কলেজের হোস্টেলে এ তল্লাশি চালায়। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন লালবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি জানান, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে একদল নারী পুলিশ দিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস