ঢাকা : সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি বাসায় জঙ্গি আস্তানা খুঁজে পেলে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে। এছাড়াও হাছান নামের এক জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার ওসি ভূইয়া মাহবুব বলেন, কল্যাণপুরের ৫ নম্বর রোডের একটা বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ওই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। ভোর ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হবে।
জরুরি ভিত্তিতে ফোর্স তলব করে পুরে এলাকা ঘিরে ফেলে অভিযানে প্রস্তুতি নেয়া হয়। এসময় বাড়িটির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশি চলছে বলেও জানা গেছে। এখন পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। সকালে অভিযান চালানো হবে বলে জানান ওসি।
মিরপুর মডেল থানার ওসি আরো বলেন, রাত দেড়টার দিকে ৫ নম্বর রোডের একটি বাড়ি থেকে ‘ইসলামের শত্রু নিপাত যাক, আল্লাহু আকবার নারায়ে তাকবির’ বলে পুলিশের ওপর গুলি চালানো হয়েছে।
পুলিশের সূত্র বলছে, ওই এলাকায় একটি জঙ্গি আস্তানা রয়েছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। এখন পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
২৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস