মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ০৬:১৮:২৩

পুলিশের অভিযান শুরু, মুহুর্মুহূ গুলির শব্দ

পুলিশের অভিযান শুরু, মুহুর্মুহূ গুলির শব্দ

ঢাকা : রাজধানীর কল্যাণপুরের ৫ নং সড়কের  ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ। র‌্যাব-পুলিশের অন্তত ১০০০ সদস্য অংশ নিয়েছেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মুহূ গুলির শব্দ শোনা যাচ্ছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ এ অভিযান শুরু করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা।

এর আগে মিরপুর মডেল থানার ওসি ভূইয়া মাহবুব বলেন, কল্যাণপুরের ৫ নম্বর রোডের একটা বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ওই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। ভোর ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হবে।

ওই সড়কের জাহাজ বিল্ডিং খ্যাত ৫ নম্বর বাসায় অভিযান শুরু করে পুলিশ। ভবনটির দোতলায় বাড়িওয়ালা থাকেন। তৃতীয় তলায় ফ্যামিলি ও ব্যাচেলররা থাকেন। ৪র্থ ও পঞ্চম তলায় চারটি করে ইউনিটের প্রত্যেকটাই মেস হিসেবে ভাড়া দেওয়া।

জানা যায়, পুলিশ যখন তৃতীয় তলায় উঠে তখন পঞ্চম তলা থেকে জঙ্গিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রতিরোধ শুরু করে। তারা গুলি ও হাত বোমা নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে। পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। এতে একজন সন্দেহভাজন জঙ্গি গুলিবিদ্ধ হন। জঙ্গিদের আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

আটক জঙ্গির বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, মেসে ওরা ১১ জন থাকত। ভেতরে ভারী অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। এখন ভেতরে আরও ৯ জন রয়েছে।ওই বাসার একজন ভাড়াটিয়ার নাম শাহীন। তিনি তার বাবা জহুর আলীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, পুলিশ ভবনের তিন তলায় অবস্থান নিয়েছে।

২৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে