বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ১২:২৪:৫৩

নিহত জঙ্গিদের ছবি প্রকাশ করে পরিচয় জানতে চেয়েছে পুলিশ

নিহত জঙ্গিদের ছবি প্রকাশ করে পরিচয় জানতে চেয়েছে পুলিশ

নিউজ ডেস্ক : মঙ্গলবার ভোরে রাজধানীর কল্যাণপুরে পুলিশের সাথে জঙ্গীদের গুলি বিনিময়কালে নিহত নয় জঙ্গীর ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় এই নয় জঙ্গীর ছবি।

জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করে প্রকাশিত ছবিগুলোর নাম, পরিচয় ও পূর্ণাঙ্গ ঠিকানা জানানোর জন্য দেশবাসীর নিকট আহবান জানানো হয়। নিহত জঙ্গী ও সন্ত্রাসীদের ব্যাপারে কোন তথ্য কেউ জেনে থাকলে ডিএমপি’র অফিসিয়াল ফেইসবুক পেজ  Dhaka Metropolitan Police-DMP এর ইনবক্সে প্রেরন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, নিহতদের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে, তারা কালো পাঞ্জাবি এবং জিন্স পরা ছিল, একজন ছাড়া সবাই কেডস জুতো পরা ছিল।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রাথমিক তথ্য-প্রমাণ থেকে প্রতীয়মান হয়েছে যে এরা এবং গুলশান হামলাকারীরা একই গ্রুপের সদস্য। তিনি বলেন, হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলাকারীরা একই ধরণের পোশাক পরা ছিল।

আসাদুজ্জামান মিয়া আরো বলেন, তাদের মনে হয়েছে নিহতরা সবাই উচ্চশিক্ষিত এবং 'এলিট শ্রেণীর।'

পুলিশের সূত্রের খবর, গুলিতে আহত একজন সন্ত্রাসীকে তারা আটক করেছেন, আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ এ অভিযানকে তাদের ইতিহাসের অন্যতম সফল অভিযান বলে বর্ণনা করেছে।
২৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে