নিউজ ডেস্ক: সোমবার মধ্যরাতে বোমা ও গুলির শব্দে কেঁপে উঠছিল কল্যাণপুরের ৫ নম্বর সড়ক। ওই সড়কের ৫৩ নম্বর বাড়ির পাঁচ তলার জঙ্গি আস্তানার বাসিন্দারা ততক্ষণে বুঝে গেছে তাদের প্রতিরোধ ‘তাসের ঘরের’ মতো উড়ে যাবে।
এরপরই জঙ্গিরা ফ্ল্যাটের ভেতরে আগুন ধরিয়ে তাদের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়িয়ে দেয়। ভেঙে ফেলে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন সেট ও টাকা পয়সা।
অভিযান শেষে মঙ্গলবার ওই ফ্ল্যাট থেকে পুড়িয়ে ফেলা ও ভাঙা এসব আলামত উদ্ধার করে পুলিশ। এর আগে বিভিন্ন সময় জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় তথ্য ও আলামত লুকাতে জঙ্গিরা মোবাইল ফোন সেট ও সিম ভেঙে ফেলেছিল। যাতে তাদের সহযোগীদের ব্যাপারে কোনো তথ্য না পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কল্যাণপুরের ওই বাসায় সোমবার রাতে জঙ্গিদের একটি চূড়ান্ত মহড়া ছিল। এ উপলক্ষে তারা সেখানে বিশেষ কালো পোশাক পরা অবস্থায় ছবি তোলার জন্য প্রস্তুতি নেয়।
যেসব নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে সেখানে জঙ্গিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। বেশ কিছু ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি টাকার বান্ডিলেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। পাশে একটি ম্যাচ ও তিনটি কাঠিও পড়েছিল।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, জঙ্গিরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে নানা কৌশল অবলম্বন করে থাকে। পুড়িয়ে দেওয়া টাকায় হয়তো তারা তাদের কৌশলের কথা লিখেছিল। এমনও হতে পারে সংগঠনের উচ্চ পর্যায় থেকে টাকার মাধ্যমে তাদের বিশেষ নির্দেশ দিতে পারে। বিষয়গুলো গোয়েন্দারা খতিয়ে দেখছে। পুড়িয়ে দেওয়া ছাই এবং পুড়ে যাওয়া টাকার অক্ষত কিছু অংশ সংরক্ষণ করা হয়েছে। এগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।-সমকাল
২৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ