বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ০২:১৩:৫৯

মোহাম্মদপুরে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি

মোহাম্মদপুরে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গিদের খোঁজে বিভিন্ন ছাত্রাবাসে অভিযানে নেমেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে এ অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
 
তিনি বলেন, জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না তা খতিয়ে দেখতে আদাবরের নবদা হাউজিং এলাকার সন্দেহজনক মেসগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
 
স্থানীয়রা জানায়, রাতে পাঁচটি পিকআপ ভ্যান ও দুটি বাসে করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ওই এলাকা ঘিরে ফেলে। এরপর অভিযান শুরু করে। তবে রাত ২টা পর্যন্ত এ অভিযানে কেউ আটক হয়নি বলে জানান বিপ্লব কুমার সরকার।

প্রসঙ্গত, লোহারগেটের পাশেই মোহাম্মাদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা। এই মাদরাসার শিক্ষক ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান ও তাত্ত্বিক নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানী। মাজহাবগত বিষয়ে কট্টরপন্থা অবলম্বনের কারণে ২০০৬ সালে মাদরাসা কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

২৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে