শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ১১:৫০:১৮

জাবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীকে মারধর

জাবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীকে মারধর

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হলের এক আবাসিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম আমিরুল ইসলাম সুজন। সে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী ।

খোঁজ নিয়ে জানা গেছে,বৃহস্পতিবার রাত ৯টায় সুজন মেসে খেতে যায়। এসময় ৪৪তম আবর্তনের শিক্ষার্থী আকরামুল ইসলামের সাথে সুজনের একটু ধাক্কা লাগে। এরপর খাওয়া শেষ করে আকরামুল সুজনকে গণরুমের ছাদ থেকে শার্টের কলার ধরে টেনে হিচড়ে নিচে  নিয়ে এসে ব্যাপক মারধর করে। এসময় উপস্থিত ৪৫তম আবর্তনের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
আকরামুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষাথী এবং মীর মশাররফ হোসেন হলের একজন আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী।
এ বিষয়ে মারধরকারী আকরামুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে সে অভিযোগ স্বীকার করে বলেন,বেয়াদবি করার কারণে তাকে মারধর করা হয়েছে।
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুর রহমান বলেন,এ বিষয়ে আমি এখনোও কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
২৯ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে