শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬, ০৭:৪৬:২২

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্র নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্র নিহত

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরাফাত রহমান মিশু নিহত হয়েছেন। মিশু বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী।
মিশুর বন্ধু শিহাব  জানান, ক্যাম্পাস থেকে রাজশাহী যাওয়ার সময় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় দুপুর ১২টার দিকে তাদের মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিশু নিহত হন। বর্তমানে মিশুর লাশ সাখাওয়াত হোসেন মেমোরিয়াল হাসপাতালের মর্গে রয়েছে।
এছাড়া এই ঘটনায় বিশ্বাবদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম আবর্তনের হামিদুর রহমান নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। দুজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী। আরাফাত রহমান মিশুর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানায় এবং হামিদুর রহমানের গ্রামের বাড়ি যশোরের কোতয়ালী থানায় বলে মিশুর বন্ধু শিহাব জানিয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এ দুই ছাত্র। বেলা ২টার দিকে সলঙ্গায় বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিশুর মৃত্যু হয়। ট্রাকের চালক সিরাজগঞ্জের সাইদুর রহমানকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
উলে¬খ্য, গতকাল ২৮ জুলাই আরাফাত রহমান মিশুর জন্মদিন ছিল।
২৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে