রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৬:৫৩:৪৮

জাবি ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরের শেষ দিকে

জাবি ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরের শেষ দিকে

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: আগামী সেপ্টেম্বরের শেষ দিকে কর্মী সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনুষদ ও ইনস্টিটিউটের কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠানে এমন ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল। রবিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলানায়তনের সেমিনার কক্ষে বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া সভায় এই ঘোষণা দেন তারা।
সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজীব আহমেদ রাসেলের সঞ্চলনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।

এসময় রাজীব আহমেদ রাসেল বলেন, শুধু পড়াশোনার বিষয়েই নয় শিক্ষার্থীদেরকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে যাতে জঙ্গিবাদের মতো উগ্র সংগঠনগুলো বেড়ে উঠতে না পারে। এজন্য সাম্প্রদায়িকতা ভুলে আমাদের সবার আগে মনে রাখতে হবে আমরা সবাই বাঙ্গালি।

সভাপতির ভাষণে মাহমুদুর রহমান জনি বলেন, শুধু জাহাঙ্গীরনগর নয় সারাদেশে জঙ্গিবাদের প্রতিরোধ করা হবে। এই প্রতিরোধ করবে ছাত্রলীগ। এই জন্য প্রতিটি ছাত্রলীগ কর্মীকে একজন ভালো পরামর্শক হতে হবে।
এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ ও সাম্প্রতিক সময়ে হর্লি আর্টিজানের জঙ্গি হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম ও সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ কর্মী আরাফাত আখতার মিশুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।   
উল্লেখ্য যে,সভা শেষে  অনুষদ ও ইনস্টিটিউটের কমিটি ঘোষণা করা হবে।
৩১ জুলাই,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে