ফজিবর রহমান বাবু : দিনাজপুরে ইয়াসমিন ট্রা'জে'ডির গ'ণ আ'ন্দো'লনের ২৫ বছর পূতি হলো গতকাল ২৭ আগস্ট। তৎকালীন বিএনপি সরকার ক্ষ'মতায় থাকাকালীন শহরে কতি'পয় বি'প'থগা'মী পুলিশ ক'র্তৃ'ক কিশোরী ইয়াসমিন ধ'র্ষি'ত ও হ'ত্যার শি'কা'র হওয়ার প্র'তি'বা'দী জনতার মি'ছি'লের উপর পুলিশ নি'র্বি'চারে গু'লি চা'লায়। পুলিশের গু'লিতে ঘ'ট'নাস্থলে সামু, কাদের ও সিরাজসহ সাতটি তা'জা প্রাণ ঝ'রে পড়ে। র'ক্তে র'ঞ্জিত হয় রাজপথ।
দিবসটি স্ম'রণে প্রতিবছরের ন্যায় গতকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় দশমাইল পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ 'সামু-কাদের-সিরাজ' একাডেমিক ভবনে শহীদ 'সামু-কাদের-সিরাজ' স্ম'রণে স্ম'রণ সভার আয়ো'জন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াসমিন ধ'র্ষ'ন ও হ'ত্যার প্রথম প্র'তি'বা'দকারী নেতা ও দিনাজপুর-১ সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
প্রধান অতিথি এমপি গোপাল বলেন, বাংলাদেশে প্রতিবছর ২৪ আগস্ট নারী নি'র্যা'তন প্র'তিরো'ধ দিবস পালন করা হয়। কিন্তু আজও কি ধ'র্ষ'নের ঘ'টনা ক'মেছে? এর কারণ হলো মাম'লার দী'র্ঘসু'ত্রতা। দী'র্ঘদি'ন ধ'রে মা'মলা চলার কারণে অ'পরা'ধীরা পা'র পেয়ে যায়। তাই নারী-শিশু নি'র্যা'তন ও ধ'র্ষ'ন মা'মলা গুলো বিশে'ষ ট্রা'ইব্যু'নালের মাধ্যমে মধ্যে নি'ষ্প'ত্তি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু'র্নী'তি, নারী ও শিশু নি'র্যা'তন ব'ন্ধে জি'রো ট'লা'রে'ন্সে নিয়ে আসার জন্য নি'রল'সভাবে কাজ করছেন।
তিনি আরো বলেন, দিনাজপুরের সহজ-সরল ও বাহে মানুষ গুলো ৯৫'র ইয়াসমিন ধ'র্ষ'ন ও হ'ত্যার প্র'তিবা'দ করতে গিয়ে দেখিয়েছেন তাদের বা'হুকা'র জো'র কত। ঐ'ক্যব'দ্ধ আ'ন্দো'লনের ফলে আমরা যে বি'চার পেয়েছি তা বিশ্বের ইতিহাসে বি'র'ল। পুলিশ কিশোরী ইয়াসমিনকে প'তি'তা বা'নাতে চেয়েছিল। কিন্তু সেদিন যদি দিনাজপুরের মানুষ জে'গে না উঠত তাহলে হয়তো অ'প'রা'ধি পুলিশের ব'দলে আমার ফাঁ'সি হতো।
এমপি গোপাল আরো বলেন, বিএনপি এবং খালেদা জিয়ার প্রতি'নিধি সে সময় দিনাজপুরে এসে সাধারণ মানুষের আট দ'ফা দা'বী মে'নে নিলেও তারা তা বা'স্তবা'য়ন করেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষ'মতায় এসে মা'মলা প্র'ত্যাহা'রসহ নি'হ'ত ও আ'হ'তদের ক্ষ'তিপূ'রণ দিয়েছে।
শহীদ সামু-কাদের-সিরাজ স্ম'রণ কমিটির আহবায়ক মো. মজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফউদ্দিন, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বজলুর করিম বাবুল।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট কিছু বি'প'থগা'মী পুলিশ সদস্য ইয়াসমিনকে ধ'র্ষ'নের পর শ্বা'স রো'ধ করে হ'ত্যা করে। তারই প্র'তি'বা'দে যে আ'ন্দো'লন গ'ড়ে উঠেছিল তার চূড়া'ন্ত রু'প নেয় ২৭ আগস্ট। সেদিন বি'ক্ষু'ব্ধ জন'তার মি'ছিলে পুলিশের গু'লিতে সামু, কাদের, সিরাজসহ ৭ জন নি'হ'ত হয়। সেই থেকে তাদের স্ম'রণে ২৭ শে আগস্ট স্ম'রণ সভা পা'লিত হয়ে আসছে।