ফজিবর রহমান বাবু: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সম্প্রতি নড়াইলের লোহাগাড়ায় হিন্দু বাড়িতে হামলা মন্দির অ'গ্নিসং'যোগ লু'টপা'ট এ ঘটনা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।
তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রু'খে দেওয়ার এখনি সময়। যারা ফেসবুক অ'জুহা'ত সৃষ্টি করে একের পর এক সংখ্যালঘু নি'র্যা'তন অব্যাহ'ত রেখেছে, তাদের প্রতিহ'ত করতে না পারলে মুক্তিযু'দ্ধের চেতনা ধ্বং'স হবে।
এমপি গোপাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজকে মুক্তিযু'দ্ধের সকল শক্তিকে এক কেন্দ্রে একিভূত হয়ে একাত্তরের পরা'জিত শক্তির বি'রু'দ্ধে দুর্বার আ'ঘা'ত হানবার এখনই উপযুক্ত সময়।
রোবার (১৭ জুলাই ২০২২) সন্ধায় কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে ছাতইল শ্রীশ্রী মা শ্যামাকালী মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতইল শ্রীশ্রী মা শ্যামাকালী মন্দিরের উপদেষ্টা দিনেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, তারগাঁও ইউপি চেয়ারম্যান মনোয়ারুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এর আগে কাহারোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করেন এমপি গোপাল।