মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ০৫:৩১:০৭

এবার চালু হলো ‘পিৎজা এটিএম’!

এবার চালু হলো ‘পিৎজা এটিএম’!

এক্সক্লুসিভ ডেস্ক : পিৎজা প্রেমীদের জন্য সুখবর। বাটার-চিজের স্বাদ আস্বাদনের জন্য আর দোকানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। বলতে হবে না ‘স্মল, মিডিয়াম বা লার্জ’-এর কথাও। বৈদ্যুতিন মেশিনে নিজের পছন্দের ‘ইনপুট’ দিলেই বেরিয়ে আসবে গরম গরম পিৎজা। দেশের মধ্যে প্রথম এমনই ‘পিৎজা এটিএম’ আত্মপ্রকাশ করল আমেরিকায়।

ওহিওর জেভিয়ার বিশ্ববিদ্যালয় (এক্সইউ) ক্যাম্পাসে বসানো হয়েছে এই অভিনব এটিএম। যেখানে ১২ ইঞ্চির আয়তনের ৭০টি পিৎজা স্টোর থাকবে। মেশিনটি চালু থাকবে ২৪ ঘণ্টা। টাচস্ক্রিন মেশিনে ক্রেতা শুধু নিজের পছন্দ টাইপ করলেই মাত্র তিন মিনিটের মধ্যে বেরিয়ে আসবে তরতাজা পিৎজা। গত ১০ তারিখ থেকে মেশিনটি সকলের জন্য খুলে দেয়া হয়েছে।

কীভাবে কাজ করে এই মেশিন? মেশিনের মধ্যে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রযুক্তি, যা ভিতরে থাকা পিৎজাগুলিকে তরতাজা রাখবে। সেইসঙ্গে রয়েছে কনভেকশন। যার মাধ্যমে মাত্র তিন মিনিটেই বেরিয়ে আসবে হাতেগরম পিৎজা। কোনো ব্যক্তি আয়তন পছন্দের সঙ্গে সঙ্গে মেশিনটি সেই মাপের পিৎজা কনভেকশনে নিয়ে আসবে। তারপর তাকে ত্রিভূজাকৃতি কয়েকটি টুকরো করে কাগজের বাক্সে তা ভরে দেবে। এবং পরক্ষণেই বেরিয়ে আসবে সেই পিৎজা। যেমনটি হয় এটিএম মেশিনে কার্ড মারফৎ টাকা তোলার ক্ষেত্রে। এক একটি পিৎজার গড় দাম ১০ ডলার। বিল মেটানো যাবে ডেবিট, ক্রেডিট এমনকী ছাত্রছাত্রীদের বিশেষ স্টুডেন্ট কার্ডেও।

এক্সইউ’র মার্কেটিং বিভাগের কর্মকর্তা জেনিফার পায়োট্টি এটিএম-এ বানানো পিৎজাকে তার খাওয়া ‘সেরা’ পিৎজা বলে উল্লেখ করেছেন। খাবারের স্বাদ ও মান বজায় রাখার জন্য মেশিনে অভিনব প্রযুক্তি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। যেখানে পিৎজা ও তার মাল-মশালার এতটুকুও মেশিনে লাগে না।

উল্লেখ্য, ফ্রান্সের সংস্থা ‘পেলাইন’ তৈরি করেছে এই মেশিনটি। ওয়েবক্যাম মারফত মনিটরিং, ইমেল ও টেক্স মেসেজ অ্যালার্টেরও ব্যবস্থা রয়েছে মেশিনটিতে।
৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে