মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১০:০০:২৮

ফেস্টিভ্যালে হাজার রোবোট নাচিয়ে রেকর্ড গড়ল চীন

ফেস্টিভ্যালে হাজার রোবোট নাচিয়ে রেকর্ড গড়ল চীন

এক্সক্লুসিভ ডেস্ক : অন্য বছরের তুলনায় এবছর কিংদাও ফেস্টিভ্যালের ‘স্বাদ’টা ছিল অনেকটাই ভিন্ন৷ উৎসবে ছিল অন্য মেজাজ৷ হবে নাই বা কেন? উৎসবে উপস্থিত মানুষের মনোরঞ্জনে কোনো ক্রুটি রাখেনি কর্তৃপক্ষ৷ বরং রোবোটের কারণে চাহিদার থেকে কিছুটা বাড়তিই পেয়েছেন তারা৷

গত সপ্তাহে অনুষ্ঠিত হয় এই ফেস্টিভ্যাল৷ চলতি বছর কিংদাও ফেস্টিভ্যালে মনোরঞ্জনের দায়িত্ব ছিল হাজার খানেক রোবট৷ সকলের হাতে ছিল আইসক্রিমের গ্লাস৷ সেইসঙ্গে এক হাজার বোরোটি ড্রাগনের ডান্সে মোহিত হয়েছে উপস্থিত মানুষ৷ আর একসঙ্গে ১০০৭টি বোরোটের নাচ গড়ে তুলেছে ওয়ার্ল্ড রেকর্ড৷

জানা গিয়েছে, একটি মোবাইল থেকেই নিয়ন্ত্রণ করা হয় ৪৩.৮ সেন্টিমিটার লম্বা ডান্সিং মেশিনগুলিকে৷ এক মিনিট ধরে নাচ করে হাজার রোবোট৷ তবে এর মধ্যে কেয়কটি বোরোট নাচ না করায় বা পড়ে যাওয়ায় তাদের ডিসকোয়ালিফাই করা হয়৷ তবে অধিকাংশ বোরোটই ঘড়ি ধরে এক মিনিট নৃত্য পরিবেশন করেছে৷
৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে