মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০১৬, ১১:০৫:১৪

সবচেয়ে বড় ব্লাউজ তৈরি করে গিনেস রেকর্ড করলেন এক নারী!

সবচেয়ে বড় ব্লাউজ তৈরি করে গিনেস রেকর্ড করলেন এক নারী!

এক্সক্লুসিভ ডেস্ক : কত কিছুর জন্যই গিনেস বুক অফ রেকর্ডসে নাম ওঠে। সেই নামের তালিকায় ভারতীয়দের সংখ্যাও কম নেই। কিন্তু এবার একেবারে নতুন একটি কাজ করে বিশ্ব রেকর্ড গড়লেন এক ভারতীয় নারী। আর সে রেকর্ড হলো বিশ্বের সবচেয়ে বড় ব্লাউজ তৈরি করে। সেই ব্লাউজ এতই বড় যে, তার কারণে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলে নিলেন অনুরাধা এসওয়ার।

যার উচ্চতা ৩০ ফুট আর চওড়ায় ৪৪ ফুট। তবে এখনই তিনি এই ব্লাউজ বানাননি। ব্লাউজটি বানানো হয়েছে ২০১৪ সালে। সম্প্রতি গিনেস বুক অফ রেকর্ডসের স্বীকৃতি এসেছে। বনয় ফ্যাসনস-এর কর্ণধার অনুরাধা খুব সহজে এই ব্লাউজটি তৈরি করতে পারেননি। ৫ জন কারিগর ৭২ ঘণ্টায় এই ব্লাউজ বানান। এতে ব্যবহার করা হয়েছে ২৮০ মিটার ছাপা সুতির কাপর এবং ২০ মিটার কমলা রং-এর পলিয়েস্টার পাইপিং।

শুধু গিনেস রেকর্ডই নয়, এই ব্লাউজ স্বীকৃতি পেয়েছে আরো বহু প্রতিষ্ঠানের থেকে। এর মধ্যে রয়েছে, লিমকা বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া, ইউনিভার্সাল রেকর্ড ফোরাম, গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।-এবেলা
৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে