বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৪:২০:৪৩

প্রেমের ১০টি অজানা তথ্য

প্রেমের ১০টি অজানা তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক: প্রেম নিয়ে মানুষের কৌতুহলের যেন শেষ নেই। প্রেম আছে, প্রেম থাকবে। সেইসঙ্গে থাকবে মানুষের কৌতুহলও। তবু সবটুকু কি আর জানা যায়। চলুন জেনে আসি প্রেম বিষয়ক কিছু অজানা তথ্য-

. পরিসংখ্যানে দেখা গেছে যে , প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে।

. বিয়ের আংটি সব সময় অনামিকা আঙ্গুলে পড়ানো হয়। কারণ সেই আঙ্গুলের সাথে হার্ট এর সংযোগ আছে বলে ধরা হয়।

. গোলাপ ভালোবাসার প্রতীক এবং এর বিভিন্ন কালার ভালোবাসার বিভিন্ন অর্থ বহন করে। লাল গোলাপ- প্রকৃত ভালোবাসা, লাইট পিংক গোলাপ- আকাঙ্ক্ষা, হলুদ গোলাপ-বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য।

. যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের দেহে সেরেটোনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হওয়া কমে যায়। যার ফলে মন কিছুটা উদাস থাকে বা বিষণ্ণতায় ভোগে।

. বেশিরভাগ ব্রেক-আপ হয়ে থাকে সম্পর্কের ৫-৬ মাসের মাথায়।

. প্রেম হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে সবসময় কাছাকাছি থাকা। যার কারণে কলেজ বা ভার্সিটিতে প্রেম হওয়ার সম্ভাবনা বেশি।

. ৪০-৭০% নারী হত্যা সংঘটিত হয় তাদের প্রেমিক বা স্বামী দ্বারা।

. অনেক সংস্কৃতিতে চিরায়ত ভালোবাসার প্রতীক হিসেবে সূতা বা দড়ি ব্যবহার করে যার মানে ভালোবাসার কোনো শুরু নেই শেষও নেই।

.  ভ্যালেন্টাইন ডে তে বিক্রয় হওয়া ফুলের মধ্যে ৭৩% ক্রয় করে ছেলেরা আর বাকি ২৭% মেয়েরা।

১০. প্রতি ৫ জনের মধ্যে ২ জন প্রথম ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে।

১১আগস্ট,২০১৬/এটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে