বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৫:২৫:৪৭

সেলফি তো তোলেন, এই ১০টি তথ্য জানলে ‘সেলফি-বিশষজ্ঞ’ হয়ে উঠবেন

সেলফি তো তোলেন, এই ১০টি তথ্য জানলে ‘সেলফি-বিশষজ্ঞ’ হয়ে উঠবেন

এক্সক্লুসিভ ডেস্ক: সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে সকলেই ভালবাসে। কিন্তু সেলফি সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা অনেকেরই অজানা। সবার প্রিয় সেলফি।

১। ২০১৩ সালের নভেম্বর মাসে ‘selfie’ শব্দটিকে বছরের সেরা শব্দ বলে স্বীকৃতি দেয় অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।

২। কীভাবে ভাল সেলফি তোলা যায় সেটা জানাতে প্রচুর মানুষ প্রতিদিন অনলাইনে খোঁজ করেন।

৩। সমীক্ষা বলছে, ১৯৮০ সালের পরে যাঁদের জন্ম তাঁরা গোটা জীবনে ২৫ হাজার সেলফি তুলবেন।

৪। বহু মানুষ বছরে ৫৪ ঘণ্টা অর্থাৎ দু’দিনেরও বেশি সময় সেলফি তুলে খরচ করেন।

৫। সেলফি শুধুই শখের নয়, ব্রিটেনের একটি ক্যান্সার রিসার্চ সংস্থা ২০১৪ সালে মেক-আপ ছাড়া সেলফি তোলার প্রচারাভিযান চালায়।

৬। মনে করা হয়, প্রথম সেলফি তোলা হয় ১৯২০ সালের ডিসেম্বর মাসে নিউ ইয়র্ক সিটির একটি বাড়ির ছাদে।

৭। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের অঙ্গ হিসেবে ২০১৫ সালে ভারতীয় পুরুষদের মেয়ের সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৮। ২০১৪ সালের একটি সমীক্ষায় দেখা যায় প্রতিদিন বিশ্বে ১০ লাখ সেলফি তোলা হয়।

৯। সব থেকে বেশি সেলফি পোস্ট করা হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে।

১০। অধিকাংশ মানুষই সেলফি পোস্ট করার আগে সেটি এডিট করে নেন।-এবেলা

১১আগস্ট,২০১৬/এটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে