শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৩:৩৫:৫৬

ফ্রিজে রাখা এই জিনিস গুলো দিয়েই রোজ নিতে পারেন চুলের যত্ন

ফ্রিজে রাখা এই জিনিস গুলো দিয়েই রোজ নিতে পারেন চুলের যত্ন

এক্সক্লুসিভ ডেস্ক: কখনও খুস্কি, কখনও চ্যাটচ্যাটে ভাব, কখনও রুক্ষ, কখনও পড়ে যাওয়ার সমস্যা তো কখনও ঔজ্জ্বল্য হারানো। চুলের হাজারো সমস্যা লেগেই থাকে। রোজকার ব্যস্ততায় নিয়মিত স্পা করানোও সম্ভব হয়ে ওঠে না অনেকেরই। বাড়িতে ফ্রিজে থাকা কিছু জিনিস দিয়েই তাই প্রতি দিন যত্ন নিতে পারেন চুলের। 

বিয়ার: শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন বিয়ার দিয়ে। এতে চুলে আসবে এক্সট্রা শাইন।

লেবু: যদি খুস্কির সমস্যা থাকে তাহলে নারকেল তেলের সঙ্গে লেবুর পস মিশিয়ে মাসাজ করুন নিয়মিত।
লেবুর অ্যাসিডিক গুণ কয়েক দিনের মধ্যেই কমিয়ে দেবে খুস্কি।

অ্যাপল সিডার ভিনিগার: চুল পড়ার সমস্যা থাকলে অ্যাপল সিডার ভিনিগার ব্যবহার করুন কন্ডিশনার হিসেবে।

বেকিং সোড়া: চুলের গোড়ায় জমে থাকা অতিরিক্ত ময়লা পরিষ্কার করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন বেকিং সোডা।

ডিম: শুষ্ক ও রুক্ষ চুলের জন্য ব্যবহার করুন ডিম। এর মধ্যে থাকা প্রোটিন ও উত্সেচক চুলে পুষ্টি জোগায় ও নরম করে চুল।

নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ধুয়ে ফেলুন।-আনন্দবাজার

১২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে