বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৬:৪৪

চাকরি পাওয়ার ৩০ মিনিটে 'বেকার' এই তরুণী

চাকরি পাওয়ার ৩০ মিনিটে 'বেকার' এই তরুণী

এক্সক্লুসিভ ডেস্ক : শুধুমাত্র ট্যাটুর কারণে কারও চাকরি গেছে বলে শুনেছেন কখনও? এমনটাই ঘটেছে ওয়েলসের সোয়ানসির বাসিন্দা বছর সাতাশের ক্লেয়ার শেফার্ডের সঙ্গে। চাকরির অফার পাওয়ার পর আধ ঘণ্টাও কাটেনি, কর্তৃপক্ষ সেই অফার ফিরিয়ে নেয়। অর্থাত্‍‌ চাকরি যায় তরুণীর।

ক্লেয়ার শেফার্ডের সোশ্যাল নেটওয়ার্কং পোস্ট থেকেই জানা যায়, চাকরি পাওয়ার ৩০ মিনিট বাদে একটি ইমেল আসে তাঁর আইডিতে। সেখানে কোম্পানির ড্রেস কোড তাঁকে জানানো হয়। সেই নির্দেশিকার একজায়গায় ট্যাটুর উল্লেখ ছিল।

কর্তৃপক্ষের তরফে বলা হয়, কর্মীদের গায়ে ট্যাটু থাকলে তা চাপাচুপি দিয়ে আসতে হবে। কারণ হিসেবে জানানো হয়, অধিকাংশ কাস্টমারই ট্যাটুকে ভালো চোখে নেয় না।

এই মেলই ক্লেয়ারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাঁর সারা শরীরে ট্যাটুর ছড়াছড়ি। যা কোনও ভাবেই চাপা দেওয়া সম্ভব নয়। একদিন কোনও ভাবে ঢেকেঢুকে গেলেও, রোজ একাই ভাবে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই, রাখঢাক না-করেই ওই যুবতী নিজের প্র্যাক্টিক্যাল সমস্যার কথা কর্তৃপক্ষকে জানান।

কিন্তু, তার জবাবে কর্তৃপক্ষ যে চাকরিই কেড়ে নেবে, এটা অপ্রত্যাশিতই ছিল ওই যুবতীর কাছে। এই গোটা ঘটনার উল্লেখ করে, ফেসবুক পোস্ট করেন দীর্ঘসময় ধরে মার্কেটিংয়ে কাজ করা এই তরুণী।

মুহূর্তে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। সেই পোস্ট নজর এড়ায়নি কর্তৃপক্ষের। এবং মিডিয়াও এই তরুণীর পাশে দাঁড়ায়। ততক্ষণে কর্তৃপক্ষ তাদের মূর্খামি বুঝতে পেরে, ক্লেয়ারকে আবার ফোন করে চাকরিতে জয়েন করতে বলে।

কিন্তু ক্ষুব্ধ তরুণী মুখের উপরই 'না' করে দেন। সূত্র: এই সময়
৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে