শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৩:৪২:৫৩

৪০০ বছর বেঁচে থাকা দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণীর সন্ধান

৪০০ বছর বেঁচে থাকা দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণীর সন্ধান

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর সবেচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রিনল্যান্ড নামে হাঙ্গরের একটি প্রজাতিটি ৪০০ বছর বাঁচে ছিল নিশ্চিত হয়েছেন গবেষকরা।

গবেষকরা জানান, রেডিওকার্বন পরীক্ষার দ্বারা এই প্রজাতির ২৮টি হাঙ্গরের বয়স নির্ধারণ করা হয়েছে। এই জাতীয় হাঙ্গর বছরে মাত্র ১ সেন্টিমিটার বৃদ্ধি পায়, এদের যৌন পরিপক্কতা আসে ১৫০ বছর বয়েসে।

গ্রিনল্যান্ড হাঙ্গরের ওপর এই গবেষণা বিজ্ঞান বিষয়ক একটি জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক, ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের মেরিন বায়োলজিস্ট জুলিয়াস নেলসন বলেন, ‘আমরা সবাই ধারণা করেছিলাম যে আমরা একটি দুর্লভ প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা করছি, কিন্তু এদের বয়স জেনে আমরা সত্যিই চমৎকৃত হয়েছি।’

গ্রিনল্যান্ড হাঙ্গর ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে, ৪ মিটার লম্বা হওয়ার পর এদের শরীরে যৌন পরিপক্কতা আসে ও এরা পুনরুৎপাদনে সক্ষম হয়ে ওঠে। উত্তর আটলান্টিকের গভীর শীতল সমুদ্রে এদের বাস।এই হাঙ্গরের বেড়ে ওঠা ধীরগতিসম্পন্ন হওয়ায় এদের বয়স নির্ধারণ একটু কঠিন।

নেলসন জানান, পুরো উত্তর আটলান্টিকে পুনরুৎপাদনে সক্ষম স্ত্রী গ্রিনল্যান্ড হাঙ্গরের সংখ্যা খুবই কম। নবজাতক বা শিশু হাঙ্গরও নেই বললেই চলে। যে হাঙ্গরগুলো পাওয়া যায় তাদের বেশিরভাগই কিশোর বয়সী এবং এদের প্রজননে সক্ষম হতে আরও ১০০ বছর সময় লেগে যাবে।  

এর আগে সবচেয়ে দীর্ঘজীবী যে মেরুদণ্ডী প্রাণীর খোঁজ পাওয়া যায় তার বয়স ছিলো ২১১ বছর। তবে অমেরুদণ্ডী প্রাণীর সঙ্গে একত্রে বিবেচনা করলে এর চেয়েো বেশি বয়সী প্রাণীর সন্ধান পাওয়া যায় আর তা হলো ৫০৭ বছর বয়সী মিং।
১২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে