শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ১০:৪৯:৪৫

ফেসবুকে বন্ধুর ছদ্মবেশে ভাইরাস! সাবধান...

 ফেসবুকে বন্ধুর ছদ্মবেশে ভাইরাস! সাবধান...

এক্সক্লুসিভ ডেস্ক: ‘ইন্টারনেটে প্রায়ই ভাইরাসের খবর পাওয়া যায়। ইন্টারনেট ব্যাবহারকারীরা বর্তমানে অনলাইনে নিরাপত্তা এত বাড়িয়ে নিয়েছেন যে ভাইরাসের আক্রান্তের সংখ্যা অনেক কম। তবে, এবার সোশ্যাল মিডিয়াতেই ভাইরাসের আতঙ্ক।

ফেসবুকে দেখলেন বন্ধুর নোটিফিকেশন। ক্লিক করতে গেলেন, ব্যাস আপনার কম্পিউটারে ঢুকে পড়বে ভাইরাস।

ফেসবুকের মাধ্যেমে এখন এভাবেই ভাইরাস প্রেরকরা সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করছে ন্যাসকম। কী ভাবে? ফেসবুকে পাঠানো বন্ধুর হাই-হ্যালোকে নির্ভেজাল মনে করলেও আসলে ওই নোটিফিকেশনের সঙ্গে জুড়ে আছে ভাইরাস।
সাধারণত গুগল ক্রোমেই এই ধরনের ভাইরাসের আক্রমণ বেশি হচ্ছে বলে জানা গিয়েছে। তবে, পাশাপাশি প্রভাবিত হচ্ছে ফায়ারফক্স থেকে ওপেরা মিনির মতো সফটওয়্যারও। তাই ফেসবুক খুললে যে সব নোটিফিকেশন আসে সেগুলি সাবধানে দেখে ক্লিক করা উচিত।-এবেলা
১৩ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে