রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০২:৪৪:৫৮

চার উপায়ে ‌সাজিয়ে রাখু‌ন বইয়ের তাক

চার উপায়ে ‌সাজিয়ে রাখু‌ন বইয়ের তাক

এক্সক্লুসিভ ডেস্ক: আপনি কী বইয়ের পোকা? নানা রকম বই পড়তে ভালো লাগে?‌‌ কিন্তু কোনও কিছুই ঠিক মতো গুছিয়ে রাখা আপনার স্বভাবে নেই। তাই প্রয়োজনে সময় তন্ন তন্ন করে খুঁজেও পান না দরকারি বইটি। তাহলে এই চারটি পন্থা অবলম্বন করতে পারেন নিজের বইয়ের তাকটি গুছিয়ে রাখতে।
❏‌ বর্ণানুক্রমিক সাজানো:‌ সবচেয়ে সহজ রাস্তা বইয়ের তাক সাজানোর। আপনি লেখকের নাম বা পদবির প্রথম অক্ষর কিংবা বইয়ের নাম অনুসারে সাজাতে পারেন।

❏‌  জ্যঁর অনুযায়ী:‌ এটি আরও একটি সহজ রাস্তা। এমনকি আপনার বই প্রয়োজনীয় বইটি খুঁজে পেতেও সুবিধা হবে। তাই আজই বইয়ের তাক সাজিয়ে ফেলুন হাসি, রহস্য ইত্যাদি অনুযায়ী।

❏‌  বইয়ের মলাটের রঙ অনুযায়ী:‌ বইয়ের মলাটের রঙ অনুযায়ী সাজাতে পারেন তাক। ধরা যাক, বেশিরভাগ বইয়ের রঙ সাদা অথবা কালো। তাহলে আপনি একদিকে সাদা এবং অপরদিকে কালো রঙের মলাটের বইগুলোকে রাখতেই পারেন।

❏‌ প্রকাশনা অনুযায়ী:‌ আপনি যদি বইগুলি মেশাতে না চান, তাহলে প্রকাশক অনুযায়ী তাকে বইগুলি সাজাতেই পারেন। প্রত্যেকের জন্য আলাদা জায়গা।-আজকাল

১৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে