রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৩:৫৮:০৯

জিহ্বা দিয়ে টাইপ করেন যে ব্যক্তি

জিহ্বা দিয়ে টাইপ করেন যে ব্যক্তি

এক্সক্লুসিভ ডেস্ক: তানজানিয়ার ২৫ বছর বয়সী নারী ওয়াকোন্টা কাপুন্ডা একজন চিত্রনাট্যকার। কিন্তু তিনি পক্ষাঘাতগ্রস্ত।

তিনি তাঁর জিহ্বা ব্যবহার করে তাঁর স্ক্রিপ্টগুলো লিখে থাকেন।

চার বছর আগে এক গাড়ি দুর্ঘটনার কারণে ওয়াকোন্টা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

একদিন তাঁর পায়ের কাছে থাকা মোবাইল ফোনটি বাজতে থাকার সময় তা ধরতে পারেননি ওয়াকোন্টা, কারণ তাঁর হাত-পা সব অসাড়।

সেদিনই ওয়াকোন্টা সিদ্ধান্ত নিলেন তাঁর মুখ ব্যবহার করে তিনি ফোনের উত্তর দেবেন এবং স্ক্রিপ্টগুলোও মুখ ব্যবহার করেই লিখবেন।

কয়েকটি বালিশের ওপর মোবাইল রাখে তাঁর পরিবার। প্রথমে ওয়াকোন্টা তাঁর থুতনি দিয়ে টাইপ করার চেষ্টা করলেও পারেননি।

পরে জিহ্বা দিয়ে চেষ্টা করে দেখেন যে তিনি পারছেন।

ওয়াকোন্টা জানান প্রথমে জিহ্বা দিয়ে টাইপ করাটা বেশ কষ্টকর ছিল-জিহ্বা ব্যথা করতো, এবং তাঁর মাথাও ঘুরাতো। কিন্তু পরে অনুশীলনের মাধ্যমে আস্তে আস্তে দক্ষ হয়েছেন তিনি।

তাঁর চলচ্চিত্র দিয়ে মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগাতে চান বলে জানান ওয়াকোন্টা।-বিবিসি
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে