রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৫:৪৩:৩৬

৩১.৫ ইঞ্চির টিভি পাওয়া যাবে মাত্র ৯,৯০০ টাকায়!

৩১.৫ ইঞ্চির টিভি পাওয়া যাবে মাত্র ৯,৯০০ টাকায়!

এক্সক্লুসিভ ডেস্ক : আবার খবরের পাতায় উঠে এল রিংগিং বেলস কোম্পানি। এ হলো সে সংস্থা যারা ২৫১ টাকার সব থেকে সস্তার স্মার্ট ফোন বাজারে নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিল। নয়ডার এই সংস্থা এবার আনতে চলেছে এইচডি এলইডি টিভি। সংস্থা টিভি সেটের নাম রেখেছে ফ্রিডম ৯৯০০। ভারতীয় স্বাধীনতা দিবসের দিনেই বাজারে আসবে তাদের ৩১.৫ ইঞ্চির এই টিভি। টিভির জন্য বুকিংও শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে।

আগামী ১৬ তারিখ থেকে গ্রাহকদের কাছে টিভির ডেলিভারিও শুরু হয়ে যাবে বলে জানিয়েছে রিংগিং বেলস। এইচডি এলইডি এই টিভি দাম রাখা হয়েছে ৯ হাজার ৯০০ টাকা। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই গ্রাহককে দেয়া হবে টিভি। সংস্থার আশা মোবাইলের মতো টিভির ক্ষেত্রেও ভাল সারা পাবেন তারা। ন্যায্য মূল্যে গ্রাহকদের ভালো জিনিস দেয়া হবে বলে সংস্থার দাবি।

ফ্রিডম ৯৯০০-র রেজিলিউসন হবে ১৩৯৯ x ৭৮৮ পিক্সেল। টিভির কন্ট্রাস্ট রেসিও হবে ৩০০০ : ১। দুটি এইচডিএমআই পোর্ট ছাড়া দুটি করে ইউএসবি ও স্পিকার থাকবে টিভিতে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমেও টিভির বুকিং করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
১৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে