রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ০৭:৫২:১৩

মাটি ফেটে বের হলো কলার ছড়ি, এলাকায় চাঞ্চল্য

মাটি ফেটে বের হলো কলার ছড়ি, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধা : আল্লাহর কি কুদরত, মাটি ফেটে বের হয়েছে কলার ছড়ি (মোচা)! ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।  অনেকে টাকা-পয়সাও দান করছেন।

ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও প্রকৃতির খেয়ালে গাছ ছাড়াই মাটি ফেটে বের হয়েছে কলার ছড়ি (মোচা)।! এ কলা দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে সেখানে।  কেউ বা মানত করে টাকাও দান করছেন।

আজব ঘটনাটি সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে।

ওই গ্রামের রমণী কান্ত রায়ের বাড়ির সামনে একটি পুকুরপাড়ে গত এক মাস আগে হঠাৎ মাটি ফেটে কলার মোচা বের হতে দেখা যায়।

বিষয়টি গোপন রাখেন তিনি, কিন্তু ওই মোচা থেকে আস্তে আস্তে কলা বড় হতে থাকে।  গতকাল রমণী কান্ত কলার ছড়িটির চারপাশে বাঁশের বেড়া দিয়ে দেন।  

এ সময় ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে।  গাছ ছাড়া কলা দেখার জন্য উৎসুক জনতার ঢল নেমেছে।

কেউ কেউ অলৌকিক মনে করে পুণ্যের জন্য টাকা-পয়সাও দান করছেন।  

রমণী কান্ত রায় জানান, এখানে কখনো কলার গাছ লাগানো হয়নি।  গাছ ছাড়া কলা দেখে তিনি নিজেও আশ্চর্য হয়েছেন।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ জানায়নি।  বিষয়টি খতিয়ে দেখলে এর রহস্য জানা যাবে।
এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে